ভূমিকম্পে এভারেস্টে তুষারধসে গুগল কর্মকর্তার মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: নেপালে ভূমিকম্পে মাউন্ট এভারেস্টে তুষারধসে নিহতদের মধ্যে ড্যান ফ্রেডিনবার্গ নামে গুগলের একজন কর্মকর্তাও রয়েছেন। লরেন্স ইউ নামে প্রতিষ্ঠানেসর এক কর্মকর্তা বিবৃতিতে বলেছেন, তুষারধসের সময় ফ্রেডিনবার্গ আরো তিন সহকর্মীসহ এভারেস্টের সর্বোচ্চ চূড়ায় উঠছিলেন। তবে তার সহকর্মীদের কেউ আহত হননি। ফ্রেডিনবার্গ ক্যালিফোর্নিয়ায় গুগলের গবেষণা বিভাগ গুগল এক্সের হেড অফ প্রাইভেসি ছিলেন। ফ্রেডিনবার্গের বোন মেগান সামাজিক যোগাযোগের মাধ্যমে জানিয়েছেন, তুষারধসে তার ভাই মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন। জ্যাগড গ্লোব নামের প্রতিষ্ঠানের সহায়তায় ফ্রেডিনবার্গ এভারেস্ট অভিযানে গিয়েছিলেন। প্রতিষ্ঠানটি তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ভারতের সেনা পর্বতারোহণের একটি দল  এভারেস্টে ১৮ জনের মৃতুদেহের সন্ধান পেয়েছেন। তবে নেপালের পর্যটন মন্ত্রণালয় ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের একজন  মুখপাত্র বলেছেন, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। গত শনিবার নেপালে ৭ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।  রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা ১৯০০ ছাড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।