ভারতে পরমাণু কেন্দ্রে বোমা হামলায় নিহত ৬

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ ভারতের কুদানকুলাম পারমাণবিক গবেষণা কেন্দ্রের কাছে গতকাল বুধবার শক্তিশালী বোমা বিস্ফোরণে ছয়জন নিহত ও দুটি বাড়ি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। নিহত ছয়জনের মধ্যে তিনটি শিশু ও একজন নারী রয়েছে। মারাত্মকভাবে আহত তিনজনের মধ্যে একজনকে পুলিশ সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। বিস্ফোরণস্থল থেকে পুলিশ আরও দুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করেছে। এ বিস্ফোরণে পারমাণবিক কেন্দ্রটির কোনো ক্ষতি হয়নি। তামিলনাড়ুতে বহুদিন ধরে কুদানকুলাম পারমাণবিক চুল্লিবিরোধী আন্দোলন চলছিলো। বিস্ফোরণের সাথে জড়িত সন্দেহে আন্দোলনের নেতা ও পিপলস মুভমেন্ট অ্যাগেইনস্ট নিউক্লিয়ার এনার্জির (পিএমএএনই) প্রধান এসপি উত্থায়াকুমারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।