ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেলেন সাবিত্রী সুপ্রিয়া বিদ্যা বালান ও পরেশ রাওয়াল

মাথাভাঙ্গা মনিটর: বাংলা চলচ্চিত্রের দু খ্যাতনামা অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় ও সুপ্রিয়া দেবীকে এ বছর রাষ্ট্রীয় সম্মাননা পদ্মশ্রী খেতাব  দেয়া হয়েছে। বলিউড থেকে সম্মানিত করা হয়েছে বিদ্যা বালান ও পরেশ রাওয়ালকে।  প্রতি বছর ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এ বছর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য সম্মানিত করা হয়েছে বাংলার দু প্রবীণা অভিনেত্রীকে। আজ থেকে ঠিক ৪২ বছর আগে ১৯৭২ সালে এ পদ্মশ্রী সম্মান দেয়া হয়েছিলো সদ্যপ্রয়াত সুচিত্রা সেনকে। পদ্মশ্রী সম্মান পেয়ে সাবিত্রী ও সুপ্রিয়া দেবী দু জনই খুশি। উচ্ছ্বসিত সাবিত্রী চট্টোপাধ্যায় এ সম্মান প্রয়ার কথা শুনে বলেছেন, এরকম সম্মান পেলে কে না খুশি হয়। তবে আরও আগে এটা দিতে পারত। তবে এখন সেসব বলার সময় নয়। এ সম্মানটা সারা জীবন মনে রাখবো। সুপ্রিয়া দেবীও উচ্ছ্বাস চাপা না রেখেই বলেছেন, সে অর্থে জীবনে কোন পুরস্কার পাইনি। তবে শেষ বয়সে এসে এ পুরস্কার পেয়ে আমি খুশি। টলিউডের প্রবীণা এ দুই অভিনেত্রীর পদ্মশ্রী সম্মান পাওয়ার কথা জেনে টালিগঞ্জের স্টুডিও পাড়ার সবাই খুব খুশি। সবাই দুই সম্মান প্রাপককে অভিনন্দনও জানিয়েছেন।