ভারতের মঙ্গলযানে গোলযোগ

 

মাথাভাঙ্গা মনিটর: উৎক্ষেপণের এক সপ্তার মাথায় গত সোমবার ইঞ্জিনে গোলযোগ দেখা দেয় ভারতের প্রথম মঙ্গলযানের। এতে যাত্রায় কিছুটা বিচ্যুতি ঘটে। তবে, ইঞ্জিনের গোলযোগ পরে আবার ঠিক হয়ে যায় এবং মঙ্গলের উদ্দেশ্যে আবারো ছুটে চলে মঙ্গলয়া। ভারতের বিজ্ঞানীরা জানিয়েছেন, ইঞ্জিনের গোলযোগ কাটিয়ে নভোযানটি পৃথিবীর উচ্চতর কক্ষপথে ঢুকেছে। এর আগে মঙ্গলয়ার এ চেষ্টা ব্যর্থ হয়েছিলো। চলতি মাসের শেষ পর্যন্ত এটি পৃথিবীর কক্ষপথে থাকবে এবং পর্যাপ্ত শক্তি অর্জন করে মঙ্গলের কক্ষপথে ঢুকবে। নভোযানটি মঙ্গলে ১১ মাসের সফরে থাকবে। এ পর্যন্ত নভোযানটি এক লাখ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। ভারত এর আগে কখনো মঙ্গলের পথে কোনো অভিযান চালায়নি এবং প্রথমবারের মিশনে কম খরচের নভোযান পাঠিয়েছে। আমেরিকা যেখানে সর্বশেষ মিশনে খরচ করে সাড়ে ৪৫ কোটি ডলার, সেখানে ভারত খরচ করেছে মাত্র সাত কোটি ৩০ লাখ ডলার।