ভারতীয় কাপড় পাচারে ওসির স্ত্রী

স্টাফ রিপোর্টার: ভারত থেকে বেনাপোল সীমান্ত দিয়ে কাপড় পাচারের সময় এক পুলিশ কর্মকর্তার স্ত্রীকে আটক করেছেন শুল্ক কর্মকর্তারা।আটকওয়াসিয়া পারভিন যশোরের বাঘারপাড়া থানার ওসি কাইয়ুম আলি সরদারের স্ত্রী, যিনি এরআগে সোনা কেলেঙ্কারির দায়ে বেনাপোল থানা থেকে প্রত্যাহার হয়েছিলেন।বেনাপোলকাস্টমস চেকপোস্টে কর্তব্যরত রাজস্ব কর্মকর্তা নুরুজ্জামান জানান, গতকালশনিবার বিকেল৩টায় চেকপোস্ট শুল্ক তল্লাশি কেন্দ্রে বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার অনুপমচাকমার নেতৃত্বে প্রতিনিধি দল ওয়াসিয়ার কাছ থেকে প্রায় দু লাখ টাকার বেশি মূল্যের৪৬টি উন্নতমানের থ্রি-পিস আটক করে।তিনি বলেন, ওয়াসিয়া ভারত থেকে বেনাপোল চেকপোস্টে পৌঁছালে মালামালভর্তি তার দুটি ব্যাগ তল্লাশি করে ৫৪টি থ্রি-পিচ পাওয়া যায়। এর মধ্যে থেকে তাকে৮টি থ্রি পিস ফেরত দিয়ে বাকিগুলো আটক করা হয়।ওসিকাইয়ুম বেনাপোল পোর্ট থানায় দায়িত্ব পালনের সময় জব্দ করা সোনা আত্মসাতের দায়ে শাস্তিপান। তাকে ওই থানা থেকে প্রত্যাহারের পর বর্তমানে বাঘারপাড়া থানায় কর্মরত আছেন।