ভাইদের বিরুদ্ধে চাঁদাজির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন চুয়াডাঙ্গা যদুপুরের নজরুল

 

স্টাফ রিপোর্টার: দু ভাইয়ের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে আদালতে মামলা করেছেন অপর ভাই। গতকাল চুয়াডাঙ্গা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন।

মামলাসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরে যদুপুর গ্রামের মৃত ফকির চাঁদের ছেলে নজরুল ইসলাম তার ভাই আব্দুল আওয়াল ওরফে খোকন ও রবিউল, খোকনের ছেলে বাচ্চু, উকিল ব্যাপারির ছেলে আবুল কাশেমসহ আরও ৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে চাঁদাবাজির অভিযোগ তুলে মামলা করেন। মামলায় উল্লেখ করেন, খোকন ও রবিউলসহ আসামিগণ বিভিন্ন ব্যবসায়ী ও অর্থ সম্পদশালী ব্যক্তিদের কাছে চাঁদাদাবি করে আসছে। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বোমা মেরে খুনের হুমকি দেয়। আসামিদের ভাই নজরুল ইসলাম তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকতে নিষেধ করলে তার পথে কাটা মনে করে নজরুলকে মেরে ফেলার হুমকি দেয়। চাঁদাদাবি করা হয় ৫ লাখ টাকা। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খুনের হমকি দেয়। এ বিষয়ে ২০১৩ সালের ২৩ অক্টোবর চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। বর্তমানের নজরুল ভয়ে গ্রাম ছেড়ে অন্যত্র বসবাস করছেন এবং দিনের বেলায় গ্রামের গিয়ে নিজের জমিজমা দেখাশুনা করছেন। গত ৯ এপ্রিল  বেলা ৪টার দিকে গ্রমের হুমায়ুনের নিকট থেকে ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আব্দুল আওয়াল, খোকন, বাচ্চু, কাসেমসহ আরও অজ্ঞাতনামা ৪ জন সন্ত্রাসী অস্ত্রের মুখে জিম্মি করে কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। এছাড়া দাবিকৃত চাঁদার টাকা দেয়ার জন্য ৭ দিনের সময় বেঁধে দেয়। চাঁদার টাকা না দিলে সপরিবারে মেরে ফেলার হুমকি দেয়।