ভর্তির বর্ধিত ফি কমানোর দাবিতে আ. রউফ ডিগ্রি কলেজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

প্রতিনিধি ঝিনাইদহ: ভর্তির বর্ধিত ফি কমানো, কলেজে অনার্স কোর্স চালুসহ বিভিন্ন দাবিতে ঝিনাইদহের ডাকবাংলা বাজারের আ. রউফ ডিগ্রি কলেজে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে  আ. রউফ ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু হয়ে ডাকবাংলা বাজার ঘুরে কলেজের শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের নেতা রাসেল আহম্মেদ, সাজ্জাত হোসেন, শাওন, তরিকুল ইসলাম, রনি আহম্মেদ, রিপন, সজিব, মেহেদি হাসান, রুহুলসহ প্রমুখ। সমাবেশে নেতারা একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের ভর্তির বর্ধিত ফি কমানো, কলেজে অনার্স কোর্স চালুসহ বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন।

উল্লেখ্য, সম্প্রতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একাদশ শ্রেণিতে ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ২ হাজার ২০০ টাকা করে হাতিয়ে নিয়েছেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।