ব্রাজিলে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ

 

মাথাভাঙ্গা মনিটর: ব্রাজিলে নতুন করে পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে সাও পাওলো ও রিওতে হাজার হাজার লোক বিক্ষোভ করেছে। পুলিশ জানায়, রিও’র কেন্দ্রস্থলে শুক্রবার প্রায় দু হাজার লোক একত্রিত হয়ে বাসভাড়া বাড়ানোর প্রতিবাদ জানায়। এদের মধ্যে ব্ল্যাক ব্লকস নামে পরিচিত মুখোশ পরিহিত অনেক নৈরাজ্যবাদী ছিলো। এ সময় অনেকের হাতে পরিবহন ভাড়া কমানো না হলে রিও অচল করে দেয়া হবে এমন লেখা সম্বলিত ব্যানার ছিলো। ব্রাজিলের সাবেক রাজধানী রিওতে গত শনিবার থেকে বাসভাড়া বাড়ানো হয়। সেখানে বাসভাড়া তিন রিয়াস থেকে চার দশমিক চল্লিশ রিয়াস করা হয়। বাসের নতুন এ ভাড়া প্রায় চার মার্কিন ডলারের সমান। বাসভাড়া ১৩ শতাংশ বৃদ্ধি বর্তমান মুদ্রাস্ফীতির প্রায় দ্বিগুণ। রিও রাজ্যের প্রসিকিউটর বাসভাড়া বাড়ানো বন্ধে আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। তবে তার এ প্রচেষ্টা ব্যর্থ হয়।