বৈরুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৫

মাথাভাঙ্গা মনিটর: লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এলাকায় এক গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬৬ জন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ গাড়িবোমা হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম ও কর্মকর্তারা। লেবাননের শিয়া ও সুন্নি সম্প্রদায়ের মধ্যে সম্প্রতি শুরু হওয়া প্রাণঘাতী হামলার সর্বশেষ ঘটনা এটি। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের আরো কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়। এতে রাস্তার পাশের একটি ভবনেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী আলি হাসান খলিল জানিয়েছেন, পাঁচজন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। বিস্ফোরণের কারণ একটি গাড়িবোমা বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্র। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত পাঁচজন ছাড়াও ছিন্নবিচ্ছিন্ন আরো একটি দেহের অংশবিশেষ ওইদিন রাতে উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দেহটি একজন আত্মঘাতী হামলাকারীর। হিজবু্ল্লাহ ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধী সাবেক সুন্নি মন্ত্রী মোহাম্মদ চাতাহ এক গাড়িবোমা বিস্ফোরণে আরো ছয় সঙ্গীসহ নিহত হওয়ার এক সপ্তারও কম সময়ের মধ্যে শিয়া হিজবুল্লাহ অধ্যুষিত এলাকায় এ হামলা চালানো হলো।