বেগমপুরের চিলমারীপাড়া মাঠের আখক্ষেত থেকে নবজাতক উদ্ধার

 

 

প্রবাসীর স্ত্রী ও কলেজপড়ুয়া যুবককে নিয়ে জোর গুঞ্জন

স্টাফরিপোর্টার: ঘটনার এক সপ্তার মাথায় পরিচয় মিলতে শুরু করেছে চুয়াডাঙ্গা সদরের বেগমপুর চিলমারীপাড়া মাঠের আখক্ষেত থেকে উদ্ধারকৃত নবজাতকের পরিচয়। প্রবাসীর স্ত্রীর কুকর্মের ফসল এমনি অভিযোগ স্থানীয়দের। এদিকে ঘটনার পর থেকে প্রতিবেশী কলেজ পড়ুয়া যুবক জনৈক শফিক দিয়েছে গা ঢাকা। ঘটনা ধামাচাপা দিতে গ্রামেরই একজন শাসিয়ে বেড়াচ্ছেন প্রতিবেশীদের।

গ্রামবাসী জানায়, গত ১৮ জুলাই চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের বেগমপুর চিলমারীপাড়ার মাঠের ফুলতলার নিকটবর্তী চুন্নুমিয়ার আখক্ষেত থেকে সদ্য ভূমিষ্ঠ হওয়া এক নবজাতককে উদ্ধার করে গ্রামবাসী। উদ্ধাকৃত নবজাতক এখন গ্রামের ৩০ বছরের বিবাহিত জীবনের নিঃসন্তান দম্পতি ছাদেক আলীর স্ত্রী তনজু খাতুনের কোলে। নবজাতক পেয়ে সাদেক আলী-তনজু দম্পতি মহাখুশি হলেও গ্রামের সাধারণ মানুষের মধ্যে কৌতূহল থেকেই যায়। কার সন্তান, কে ফেলে গেলো? এ প্রশ্নের জবাব খুঁজতে শুরু করেন অনেকে। এরই মাঝে চলতে থাকে কানাঘোষা। কলেজপড়ুয়াশফিকের গা ঢাকা দেয়ার বিষয়টি এক প্রবাসীর স্ত্রীর দিকে গিয়ে পড়ে নজর। এ সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গেলে গ্রামের এক ব্যক্তি তেলেবেগুনে জ্বলে ওঠে। বিষয়টি স্থানীয় প্রশাসনের খতিয়ে দেখার দাবি তুলেছে গ্রামবাসী।

এবিষয়ে বেগমপুর ক্যাম্পপুলিশের ইনচার্জ এসআই মনির হোসেন বলেন, গ্রামবাসীর নিকট থেকে তথ্য পেয়ে ইতোমধ্যেই প্রবাসীর স্ত্রীর বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। কলেজপড়ুয়া শফিককেও বাড়ি পাওয়া যাচ্ছে না।