বিল দলকার তীরবর্তী ইজারা জমি ভূমিহীনদের কব্জায়

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদার দলকাবিলের ইজারা জমি নিয়ে কয়েক মাস থেকে ভগিরথপুর-লক্ষ্মীপুর গ্রামে উত্তেজনা বিরাজ করছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ইজারা জমি দখলমুক্ত করতে যায় ভগিরথপুরে জনসাধারণ।

পুলিশ সাথে নিয়ে প্রভাব খাটাতে এসে দলকা-লক্ষ্মীপুর মোল্লাপাড়ার মৃত কাবরান আলীর ছেলে রন্টু আলীর সাথে স্থানীয় জনগণের হাতাহাতি হয়। ভগিরথপুরের জনগণের চাপের মুখে তেমন প্রভাব বিস্তার করতে পারেনি বিল কমিটির লোকজন। পরে  ভগিরথপুরে ভূমিহীনদের বিলের ইজারা ভাগ করে দেন স্থানীয় মাতবররা। দুপুর গড়িয়ে গেলেও ভগিরথপুরের জনসাধারণ বিলের ধারে অবস্থান করতে থাকে। পরে দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝন্টু জনসাধারণকে তাদের ইজারা জমি বেদখল না হওয়ার আশ্বাস দেন। আগে এলাকার ভূমিহীনরা বিলের জমিতে চাষাবাদ করে আসছিলো। কিন্তু কয়েক বছর থেকে এ বিল কমিটি জনগণের কাছে জমি লিজ দিয়ে টাকা আদায় করছে বলে অভিযোগ উঠেছে।