বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

জীবননগর ব্যুরো: জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে গতকাল সোমবার প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার যে স্বপ্ন লালন করেছিলেন আজ তা বাস্তবে রূপ নিয়েছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বিভাগ সৃষ্টির ফলে শিক্ষার্থীরা ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে শিক্ষার যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইউনিয়ন পর্যায়ের একটি মানুষ এখন ই-সেবার মাধ্যমে তথ্য আদান-প্রদানসহ সকল সুযোগ সুবিধা ভোগ করছে। আপনারা আজকে বিদায় অনুষ্ঠানের মধ্যে আমাকে সংবর্ধিত করে আপনাদের পাশে থাকার সুযোগ সৃষ্টি করেছেন। এ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ শিক্ষার মানোন্নয়নের ধারা অব্যাহত রাখলে আমি আপনাদের পাশে থাকবো এবং নির্মাণ করা হবে নতুন একাডেমিক ভবনও।

শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবু মো. আ. লতিফ অমলের সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তূজা, উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ, ওসি (তদন্ত) শাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন ও জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবির। শিক্ষক নূর কতুবুল আলমের পরিচালনায় ও প্রধান শিক্ষক বাকী বিল্লাহর শুভেচ্ছা বক্তব্যের পর এছাড়াও বক্তব্য রাখেন- পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, যুবলীগের যুগ্মআহ্বায়ক শামীম ফেরদৌস, উথলী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান ও শিক্ষক খলিলুর রহমান।

চুয়াডাঙ্গা সদর উপজেলার সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক প্রধান শিক্ষক মিসেস মাহ্জেবীনের সভাপতিত্বে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনবরণ, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের উপঅধিনায়ক মেজর নুরুল হক। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের নবাগত অফিসার মেজর আনোয়ার হোসেন এএসসি, চুয়াডাঙ্গা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মামুন-অর রশিদ জোয়ার্দ্দার আঙ্গুর, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা, সহকারী পরিদর্শক সোহেল আহমেদ, প্রধান শিক্ষক সোহরাওয়ার্দী স্মরণী বিদ্যাপীঠ, বিদ্যালয়ের অভিভাবক সদস্য সেলিম রেজা, আব্দুল হালিম ও আছিয়া খাতুন। উপস্থিত ছিলেন- গাড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সীমান্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, হানুরবাড়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শেরদিল হোসেনসহ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. হুমায়ন কবির মামুন। উপস্থিত ছিলেন- বিদ্যালয়ে কর্মরত সহকারী শিক্ষকবৃন্দ।

অপরদিকে, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবীর মামুন ২০১৩ সালের জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত দু ছাত্রীকে নগদ ১ হাজার টাকা পুরস্কার দেন। এছাড়াও তিনি ‘এ’ গ্রেড প্রাপ্ত শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. রুস্তম আলী। বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে সহযোগিতা করেন। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. খায়রুল ইসলাম।

ডিঙ্গেদহ প্রতিনিধি জানিয়েছেন, ডিঙ্গেদহ সোহরাওয়ার্দ্দী স্মরণী বিদ্যাপীঠের নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল সোমবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শাহিনুল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এসএমসি’র সদস্য ফয়জুল বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন অভিভাবক সদস্য আকবার আলী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক উম্মে সালমা ও আকবার আলীর পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা বেগম, সহকারী শিক্ষক শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, ইমানুল হক, বিপ্লব কুমার। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি’র সদস্য মণ্ডলী ও ছাত্রছাত্রীবৃন্দ।

সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, জেলা কৃষকলীগের সভাপতি আজিজুল হক, প্রতিষ্ঠাতা আব্দুল্লা শেখ, পুবালী ব্যাংক সরোজগঞ্জ শাখা ব্যবস্থাপক শেখ মো. মারুফ হাসান, তেতুল শেখ কলেজের অধ্যক্ষ গোলাম কিবরিয়া, প্রধান শিক্ষক আবু সালেহ প্রমুখ। পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ একাডেমীর এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির ছাত্রছাত্রীদের বরণ অনুষ্ঠান গত রোববার স্কুল আঙিনায় অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. ফজলুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মকবুলার রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমান বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান লিঙ্কন।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদা পাইলট হাইস্কুলে ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি অ্যাড. আব্দুল কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, থানার অফিসার ইনচার্জ আহসান হাবীব ও মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র শাহ। শুভেচ্ছ বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য আমজাদ হোসেন, এম নূরুন্নবী, গোলাম সরোয়ার প্রমুখ। ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল্লাহ ও রফিক।

দামুড়হুদা অফিস আরও জানিয়েছে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির নবাগত ছাত্রদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি (অব.) শিক্ষক মনিরুজ্জামান মনির। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মখলেছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রশান শিক্ষক একরামুল হক, সদস্য আব্দুল মজিদ, আজিজুল হক ও খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আব্দুল মজিদ, জাহাঙ্গীর কবির ও রায়হান উদ্দীন। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এনামুল হক ও ছালিমা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিদ্দীকুর রহমান।

দর্শনা অফিস জানিয়েছে, দামুড়হুদার বড়বলদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকারিয়া আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পরামর্শমূলক বক্তব্য দেন- দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। উপস্থিত ছিলেন- প্রধান শিক্ষক ইউসুপ আলী, আরশাদ আলী, তক্কেল আলী, গোলাম রহমান, হাবিবুল্লাহ, লিয়াকত আলী, সোহরাব হোসেন, আবু হাসেম, মাহবুবুল ইসলাম, আয়েশা আফরোজা, শিরিনা, মিজানুর রহমান, কাউসার, হযরত মেম্বার, জিয়াব উদ্দিন, মজিবর রহমান প্রমুখ।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবাগত ছাত্রীদের বরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর বেলা ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক এ আয়োজনে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি আতর আলী। প্রধান অতিথি ছিলেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌরমেয়র আহম্মেদ আলী, বিশিষ্ট কথা সাহিত্যিক রফিকুর রশিদ রিজভী ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক। বক্তব্য রাখেন গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু।

বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদরে মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও নবীন বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শামিম ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আব্দুস সাত্তার, ইয়াহিয়া ও সাহারুল ইসলাম। বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সোহেল রানা।

বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদ্যায় অনুষ্ঠান গতকাল সোমবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আশরাফুল হক মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজগের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যত। উপস্থিত ছিলেন-বিদ্যায় পরিচানা কমিটির সদস্য আলী কদর, আবুল কালাম, আনোয়ার হোসেন, তোফাজ্জেল হোসেন, আবদুর রহমান ব্লু, শিক্ষক শফিকুল ইসলাম, আবুল বাসার, আবুল হোসেন, সাজেদুর রহমান, আব্দুর কুদ্দুস, আজিজুর রহমান, ওয়াজেদ আলী, আলী হোসেন, শাহিন আহম্মেদ, ইউসুপ আলী, আমজেদ হোসেন, শাহানাজ পারভীন প্রমুখ। এ বছর হিজলগাড়ি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৩২ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে।