বিজিবি মাদকবিরোধী পৃথক অভিযান : ফেনসিডিলসহ একজন আটক : মোটরসাইকেল উদ্ধার

দর্শনা অফিস: দামুড়হুদার বিভিন্ন বিজিবি ক্যাম্পের বিজিবি সদস্যরা মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে বিজিবি সদস্যরা ফেনসিডিলসহ ১ জনকে আটক করেছে। একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৬টার দিকে দামুড়হুদার মুন্সিপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার ওহিদুজ্জামানের নেতৃত্বে ল্যান্স নায়েক রাসেল সিকদার গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালান মুক্তারপুরে। বিজিবির উপস্থিতি টের পেয়ে প্রধান সড়কের ওপর মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দু মাদক কারবারী। বিজিবি সদস্যরা ১শ সিসি ওয়ালটন মোটরসাইকেলসহ ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। গত শনিবার রাত দেড়টার দিকে জীবননগরের উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার জাহিদ শিকদার সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে উদ্ধার করেছে ৮০ বোতল ফেনসিডিল। রাত আড়াইটার দিকে দামুড়হুদার সুলতানপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার সেলিম মিয়া গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান সুলতানপুর নদীর ধারে। বিজিবি সদস্যরা নদীর ধার থেকে ৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। রাত সোয়া ১টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক মাসুদ খান সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদক বিরোধী অভিযান চালান জয়নগর মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, ওই মাঠ থেকে আটক করা হয় রাজবাড়ি জেলার বালিয়াকান্দি উপজেলার পারুলিয়া গ্রামের গয়েশ ঘোষের ছেলে সৌরভ ঘোষকে (২২)। বিজিবি সদস্যরা আটককৃত সৌরভের কাছ থেকে ৯ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এ ঘটনায় নায়েক মাসুদ খান বাদি হয়ে গতকাল সোমবার আটককৃত সৌরভের বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।