বিজিবির কাছে এবার মাদক কারবার না করার লিখিত অঙ্গীকার করলো দর্শনা দক্ষিণচাঁদপুরের অভিযুক্ত ৫ মাদক কারবারী

দর্শনা অফিস: মাদকদ্রব্য বিকিকিনি না করার লিখিত অঙ্গীকার করলো দক্ষিণচাঁদপুরের অভিযুক্ত ৫ মাদককারবারী। দর্শনা বিজিবি ক্যাম্পে স্বশরীরে হাজির হয়ে তারা লিখিত অঙ্গীকার করেছে। বিজিবির মাদকবিরোধী ঝটিকা অভিযানে অভিযুক্ত মাদককারবারীরা রয়েছে আটক আতঙ্কে। বিজিবির পক্ষ থেকে নিজেকে সুধরে নেয়ার জন্য দেয়া হয়েছে প্রাথমিক সুযোগ। ইতোমধ্যেই বহুল আলোচিত ফেনসিডিলের প্রকাশ্য খোলা বাজার খ্যাত আকন্দবাড়িয়া, সিংনগর, রাঙ্গিয়ারপোতা, দর্শনা পৌর শহরের ঈশ্বরচন্দ্রপুরের ৬০/৬৫ জন মাদকবিক্রেতা এ সুযোগ গ্রহণ করেছে। স্থানীয় মাতবরদের সাথে নিয়ে বিজিবি ক্যাম্পে দিয়েছে লিখিত অঙ্গীকারনামা। এবার দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুরে অভিযুক্ত ৫ মাদকবিক্রেতা নিজেদেরকে সুধরে নেয়ার সুযোগ গ্রহণ করলো।

গতকাল রোববার দুপুর ২টার দিকে দর্শনা বিজিবি ক্যাম্পে হাজির হন দক্ষিণচাঁদপুর গ্যাং কোয়ার্টারপাড়ার খোরশেদ আলীর ছেলে রবিউল মোল্লা, টাউয়ারপাড়ার কালু শাহর ছেলে মজনু, একই পাড়ার খলিলুর রহমানের ছেলে সাদেক, স্টেশনপাড়ার মোহাম্মদ আলীর ছেলে শামীম ও আবুল হোসেনের ছেলে জিন্নাত আলী। অঙ্গীকার নামায় তারা উল্লেখ্য করেছে, ভুল করেই ফেনসিডিলসহ মাদক চোরাচালানের সাথে জড়িয়ে অপরাধ করেছি। ভবিষ্যতে মাদক কারবার পরিহার করে মাদকের বিরুদ্ধে অবস্থান নেব। সেইসাথে মাদকদ্রব্যরোধে পুলিশ-বিজিবিকে সহায়তা করবো। এ সময় উপস্থিত ছিলেন দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার খোরশেদ আলম খান, হাবিলদার জিল্লুর রহমান, দক্ষিণচাঁদপুরের খবির উদ্দিন, নাজিম উদ্দিন ও জসিম উদ্দিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *