বাড়ি-ঘর অন্যত্র স্থানান্তরের নির্দেশ বলে হুমকি

আলমডাঙ্গার ঘোষবিলায় খালপাড়ের এক বাড়িতে অজ্ঞাত দুর্বৃত্তের উড়ো চিঠি 
স্টাফ রিপোটার: আলমডাঙ্গার ঘোষবিলায় খালপাড়ের এক দরিদ্র কৃষককে ঘর-বাড়ি ছেড়ে যেতে অজ্ঞাত দুর্বৃত্ত উড়ো চিঠি দিয়ে আতঙ্কিত ও তটস্থ করে তুলেছে। ওইপত্রে দুর্বৃত্তরা ১ মাসের মধ্যে ঘর-বাড়ি ছাড়তে আল্টিমেটাম দিয়েছে বলে কৃষক জানিয়েছেন।

জানা গেছে, আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের ঘোষবিলা গ্রামের মৃত সবদ আলীর ছেলে খবির উদ্দিন ভূমিহীন দরিদ্র কৃষক। পরিবার স্বজনেরা বলেছেন, খবির উদ্দিন ২০ বছর যাবত স্ত্রী-সন্তানদের নিয়ে গ্রামের ব্রিজ সংলগ্ন জিকে খালপাড়ের জমিতে গড়ে তোলেন আবাসস্থান। কৃষক জানান, মেয়ে স্কুলছাত্রী আর্জিনা সকালে উঠোন ঝাঁড়ু দেয়ার সময় ভাঁজ করে ফেলে রাখা একখণ্ড কাগজ নজরে পড়ে। কৌতূহলবশত হাতে নিয়ে ভাঁজ খুলতেই লেখা।  যা লেখা রয়েছে- খবির উদ্দিন, আমাদের পক্ষ থেকে তোমার জানানো যাচ্ছে যে, তোমাদের বাসাটা আছে অনেক অপসাইডে! এর জন্যে আমাদের হচ্ছে অনেক অসুবিধা। আমার চলাচল বন্ধ থাকছে। এক মাসের মধ্যে বাসা ছাড়বি। হয় তোর ছেলে বা মেয়েটা আমার দিবি। কাগজটি জামজামির ক্যাম্পে বা আলমডাঙ্গা থানার নিকটতম দেখালে তোর খবর আছে। তোর বাড়ির পাশে কেউ না জানে। ওই লেখা শুনেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। এ খবরে জামজামি ফাঁড়ি পুলিশের ইনচার্জ গতকাল দুপুরে ওই বাড়িতে উপস্থিত হয়ে কৃষক ও তার স্বজনদের আশ্বস্ত করেছেন। তারপরও কাঁটছে না আতঙ্ক।