বাল্যবিয়ে প্রতিরোধে মুজিবনগরে সাইকেল ৱ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত

 

মুজিবনগর প্রতিনিধি: ‘প্রতিটি মেয়ে শিশু খুঁজে নিক আলোর পথ, আসুন আমরা গ্রহণ করি বাল্যবিবাহ বন্ধের প্রতিরোধ’ এ স্লোগানে মেহেরপুর পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির আয়াজনে ও সেভ দ্যা চিল্ডেনের সহযোগিতায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনামূলক বাইসাইকেল ৱ্যালি করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলার পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডলের নেতৃত্বে একটি সাইকেল ৱ্যালি বের করা হয়। ৱ্যালিটি কেদারগঞ্জ, বল্লভপুর, আনন্দবাস গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মণ্ডলের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন কৈশোর উন্নয়ন কেন্দ্রের ব্যবস্থাপক শাকিল মাহমুদ, প্রকল্প পরিচালক সুনিল কুমার রায়, থানা অফিসার ইনচার্জ কাজী আব্দুস সালেক, ইউপি চেয়ারম্যান অ্যাড. কলিমউদ্দীন ও শফিকুল ইসলাম মোল্লা। মুজিবনগর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ৱ্যালি ও আলোচনাসভায় অংশ নেয়।