বাংলাদেশ সীমান্ত সিল করে দিয়েছে পশ্চিমবঙ্গ

মাথাভাঙ্গা মনিটর: সাধারণ নির্বাচন ও জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হওয়ায় সকল সীমান্ত সিল করে দিয়েছে ভারত। গতকাল বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামীর কাছ থেকে এ বিষয়ে তথ্য পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টেলিফোনে মুখ্যসচিব সঞ্জয় মিত্র ও স্বরাষ্ট্রসচিব বাসুদেব বন্দোপাধ্যায়কে বাংলাদেশের সীমান্তবর্তী সমস্ত এলাকা সিল করার জন্য  নির্দেশ দেন। জানা যায়, মঙ্গলবার রাতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির কর্মসূচি ঘোষণা হওয়ার পরে অশান্ত বাংলাদেশ থেকে দলে দলে মানুষ সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার চেষ্টা করছে বলে দিল্লিতে মমতার সাথে দেখা করে অভিযোগ করেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনীল গোস্বামী। এছাড়াও আসাম, ত্রিপুরা ও মেঘালয়েও বেআইনিভাবে বাংলাদেশিরা ঢুকছে বলে অভিযোগ করেন তিনি ৷

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *