বর্তমান রাজনৈতিক সহিংসতা : ব্যবসায়ীদের ব্যাংক ঋণ মওকুফের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা চেম্বার

স্টাফ রিপোর্টার: বর্তমান রাজনৈতিক সহিংসতার কারণে সকল ব্যবসায়ীদের ব্যাংক ঋণ মওকুফের দাবি জানানো হয়েছে। চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে গতকাল সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকরে মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে লিখিতভাবে এ দাবি জানানো হয়। জেলা প্রশাসকের পক্ষে দাবিনামাটি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুব।

লিখিত দাবিনামায় বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন শ্রেণির ব্যবসায়ী বিগত এক বছর ধরে রাজনৈতিক প্রতিহিংসা, হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও ইত্যাদি কর্মসূচির শিকার হয়ে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমতাবস্থায় উচ্চহারে ব্যাংক সুদ, ভ্যাট, আয়কর ইত্যাদি ব্যবসায়ীদের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। চেম্বারের পক্ষে সভাপতি ইয়াকুব হোসেন মালিক, শাহারিন হক ও মঞ্জুরুল আলম লার্জ দাবিনামা জমা দেন।