বন্যার্তদের জন্য গাংনী ছাত্রলীগের ত্রাণ সংগ্রহ

গাংনী প্রতিনিধি: ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানে বন্যার্তদের জন্য ত্রাণ সংগহ করছে মেহেরপুর গাংনী ছাত্রলীগ। গাংনী উপজেলা ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ গত কয়েকদিন থেকে গাংনী শহরের বাসস্ট্যান্ডে ত্রাণ সংগ্রহ করছে। গাংনী বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে বন্যার্তদের সাহায্যের জন্য মাইকে অনুরোধ করা হচ্ছে। পথচারী, বাস ও অন্যান্য যানবাহন যাত্রী, ছাত্রছাত্রী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সহযোগিতা প্রদান করছেন। কুড়িগ্রাম জেলার বানভাসী মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেয়া হবে বলে জানান গাংনী উপজেলা ছাত্রলীগ সভাপতি তেীহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন। তারা আরও বলেন, কাপড়-চোপড়, চাল, ডাল, শুকনা খাবার, তেল, নগদ টাকা গ্রহণ করা হচ্ছে। সমাজের সহৃয়বান মানুষকে ত্রাণ সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানালেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।

ত্রাণ সংগ্রহ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাংনী পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমরান হাবীবসহ উপজেলা, পৌর এবং ইউনিয়ন ছাত্রলীগ নেতৃবৃন্দ।