বন্দুকযুদ্ধে ফেনীতে যুবদল নেতা নিহত

স্টাফ রিপোর্টার: ফেনীর ফাজিলপুরে পুলিশ-র‌্যাবের যৌথ অভিযানে যুবদলের এক নেতা নিহত হয়েছে বলে পুলিশ দাবি করেছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনায় ফাজিলপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার নিহত হন। তিনি ওই ইউনিয়নের লস্কর তালুক এলাকার নুর ইসলাম বাড়ির মোহাম্মদ মোহসিনের ছেলে। তার বিরুদ্ধে ২০টির ওপর মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বন্দুকযুদ্ধে এসআইসহ তিন পুলিশ সদস্য আহত হন। ফেনী মডেল থানার বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফিরোজ আলম জানান, গতকাল বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ফেনীর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের লস্কর তালুক এলাকায় র‌্যাব-পুলিশের সমন্বয়ে যৌথবহিনী অভিযান চালায়। এ সময় যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে যুবদলের সিনিয়র সহ-সভাপতি গোলাম সরওয়ার ওরফে পিচ্চি সরওয়ার গ্রুপ এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। একই সময় যৌথবাহিনীও পাল্টা গুলি চালালে গোলাম সরওয়ার গুলিবিদ্ধ হন। গোলাগুলিতে পুলিশের এএসআই আবদুর রশিদ (৩৫), কনস্টেবল মনিরুল ইসলাম (২২) ও রেবতি চাকমা (৪৫) হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। যৌথবাহিনী ঘটনাস্থল থেকে ২টি কার্তুজ ভর্তি একটি কাটারাইফেল, একটি এলজি উদ্ধার করে। পরে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক গোলাম সরওয়াকে মৃত ঘোষণা করেন।