বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ রিপোর্টার: বগুড়ার শিবগঞ্জে বাসের ধাক্কায় নসিমনআরোহী তিন নারী এবং ধুনটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্বর্ণব্যবসায়ী নিহত হয়েছেন। মোকামতলা পুলিশ তদন্তকেন্দ্রের এসআই সানোয়ার হোসেন জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকমতলার পাকুরতলায় ঢাকা-রংপুর মহাসড়কে বসুন্ধরা এন্টারপ্রাইজের ঠাকুরগাঁওগামী একটি বাস একটি নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমনের যাত্রী দু বোন সাজেদা খাতুন (৫০) ও মাজেদা খাতুন (৪৫) এবং মালেকা বেগম (৫৫) ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় ওই নসিমনের আরো সাতযাত্রী আহত হন। এদিকে বগুড়ার ধুনট উপজেলার পূর্ব ভরনশাহী এলাকায় ট্রাকচাপায় রনি কুমার (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত রনি টাঙ্গাইল সদরের মগড়া এলাকার মহাদেব কুমারের ছেলে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *