ফার্স্ট লেডি ভ্যালেরির সাথে সম্পর্ক চুকালেন ওলাঁদ

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের বর্তমান ফার্স্ট লেডি ভ্যালেরি ত্রিয়েবেলার সাথে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ। গত শনিবার তিনি গণমাধ্যমে সত্যতা নিশ্চিত করেছেন। গণমাধ্যমের উদ্দেশে ওলাঁদ বলেন, আমি সবাইকে জানাতে চাই যে ভ্যালেরির সাথে আমার সম্পর্ক চুকে গেছে। কিছুদিন আগে ফ্রান্সের অভিনেত্রী জুলি গায়েতের সাথে ওলাঁদের কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ করে দেশটির বিনোদনবিষয়ক সাপ্তাহিক ট্যাবলয়েড ‘ক্লোজার’। জুলি গায়েত ফ্রান্সের টেলিভিশন ও চলচ্চিত্র জগতের নামকরা অভিনেত্রী। ৫০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ওলাঁদের নির্বাচনি প্রচারণার এক বিজ্ঞাপনেও মডেল ছিলেন তিনি।
তাদের সম্পর্কের খবর ফাঁসের পর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সা নেন ভ্যালেরি। এরপর থেকে দুজনের সম্পর্কে টানাপোড়েন চলছিলো।

ফ্রাঁসোয়া ওলাঁদের সাথে ভ্যালেরি ত্রিয়েবেলার সম্পর্ক গড়ে ওঠে ২০০৭ সালে। তাদের কখনো বিয়ে হয়নি। তবে ওলাঁদ ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে ভ্যালেরি দেশটির ফার্স্ট লেডির মর্যাদা পেয়ে এসেছেন। ওলাঁদ আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের ঘোষণা জানানোর পর ভ্যালেরিকে এলিজি প্রাসাদ ছেড়ে যেতে অনুরোধ করা হবে বলে স্থানীয় একটি পত্রিকার খবরে গতকাল জানানো হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *