ফলো আপ: আলমডাঙ্গার জোড়গাছা গ্রামের গৃহবধূ হত্যা : আসামি ধরতে পারেনি পুলিশ

 

স্টাফ রির্পোটার: আলমডাঙ্গার জোড়াগাছা গ্রামের আমিরুল তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে তার মা ও বড় ভাই মিলে পায়খানার ট্যংকির মধ্যে লাশ রাখে। আলমডাঙ্গা থানায় মামলা হলেও ঘাতক স্বামী আমিরুল ও তার বড় ভাই নজরুল পালাতক রয়েছে। আমিরুলের মা শবজান বেগম বাড়ি থাকলেও অজ্ঞত কারণে পুলিশ তাকে গ্রেফতার করছে না বলে মামলার বাদী মহিরনের ভাই নজরুল অভিযোগ করেছে।

জানা গেছে, আলমডাঙ্গার নাগদাহ ইউনিয়নের জোড়গাছা গ্রামে মহিলাকে শ্বাসরোধে হত্যা করে লাশ বস্তায় ভরে ইট বেঁধে পায়খানার ট্যাংকির মধ্যে লাশ ফেলে রাখে ঘাতক স্বামী। গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ির পাশে পাটকাঠি দিয়ে ঘেরা স্যানিটারি পায়খানার ট্যাংকির মধ্যে গন্ধ পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। আলমডাঙ্গা থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরদিন ময়নাতদন্ত শেষে মহিরনের পিতার বাড়ি মুন্সিগঞ্জ রোয়াকুলি গ্রামে লাশের দাফন কাজ সম্পন্ন হয়। মহিরনের বড় ভাই নাসির বাদী হয়ে জোড়গাছা গ্রামের আবুল হোসেনের ছেলে মহিরনের স্বামী আমিরুল ও তার বড় ভাই নজরুল এবং মা শবজানের নামে মামলা দায়ের করে। মহিরনের ঘাতক স্বামী আমিরুল আগে থেকেই পালাতক থাকলেও পরদিন নজরুল পালিয়ে যায়। আমিরুলের মা বাড়িতে থাকলেও তাকে থানা পুলিশ অজ্ঞাত কারণে গ্রেফতার করছে না বলে মামলার বাদী নজরুল অভিযোগ করেছে।