প্রিন্স চার্লসের হকি ককি নাচ

মাথাভাঙ্গা মনিটর: প্রিন্স চার্লস গত শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডিতে শারীরিক প্রতিবন্ধীদের জন্য পরিচালিত বিশেষ বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়টি পরিদর্শনকালে হঠাত তিনি শিশুদের সাথে তার প্রিয় হকি ককি নাচে মেতে ওঠেন। প্রিন্স চার্লস এ সময় একজন শিক্ষক ও ছাত্রের হাত ধরে নাচতে শুরু করেন এবং বাকি ছাত্রছাত্রীরা চারপাশে দাঁড়িয়ে ‘ওহ দি হকি ককি’ গান গাইতে থাকে। ৬৫ বছর বয়সী চার্লস এ সময় শিশুদের সাথে গলা মেলান ও হেসে গানটির সমাপ্তি টানেন। প্রিন্স চার্লসের ১১ দিনের ভারত ও শ্রীলঙ্কার সফরে ডাচেস অব কর্নওয়েল কামিলা চার্লসকে সাথে নিয়ে গেছেন। সফরের শেষ দিনে চার্লস ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত মেনসাফেপ শিশু প্রতিবন্ধী কেন্দ্রে যান। এর পর তিনি ঐতিহাসিক লোবোকেলি চা-বাগানে বেড়াতে যান। চা-বাগান কর্তৃপক্ষ প্রিন্স চার্লসকে দুটি রুপায় মোড়া বাক্স উপহার দেয়। চা-পাতা ভরা বাক্স দুটির একটি ছিলো প্রিন্স চার্লসের এবং অন্যটি শিশু রাজপুত্র জর্জের জন্য। এরপর তিনি ক্যান্ডির বিখ্যাত বৌদ্ধমন্দির পরিদর্শনে যান। ১৯৯৮ সালে প্রিন্স চার্লসের শ্রীলঙ্কা সফরের সময় সন্ত্রাসী হামলা হওয়ায় তিনি ওই বৌদ্ধমন্দিরটিতে যেতে পারেননি।