প্রবীণ আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধার লাশে ফুল দিয়ে বিদায় জানালেন হুইপ ছেলুন জোয়ার্দ্দার : রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

 

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভুলটিয়া গ্রামের মেম্বার মহসিন আলীর পিতা প্রবীণ আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মকসেদ আলী (৮৫) ইন্তেকাল করেছেন। গত শুক্রবার রাত ২টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহে….. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ৪ছেলে,২মেয়ে, নাতি-নাতকুড়িসহ অসংস্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল শনিবার বাদ আছর ভুলটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মুক্তিযোদ্ধা মকসেদ আলীর লাশের গার্ড অব অনার প্রদান করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার একদল পুলিশ তার লাশের গার্ড অব অনার প্রদান করে। মুক্তিযোদ্ধা মকসেদ আলীকে শেষ শ্রদ্ধা জানাতে ছুটে যান চুয়াডাঙ্গা-১আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন,চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস,ভাইস চেয়ারম্যান আজিজুল হক হযরত, চুয়াডাঙ্গা সদর থানার ওসি মুন্সি আসাদুজ্জামান,উপজেলা নিবার্হী অফিসার মো.মামুনুর রশীদ,চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন,চুযাডাঙ্গা জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব,চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সদস্য সাবেক চেয়ারম্যানশাখাওয়াত হোসেন টাইগার,চুয়াডাঙ্গা সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোস্তফা খান,দপ্তর সহকারী কমান্ডার ফজলুর রহমান,প্রচার সহকারী কমান্ডার আ.কাসেম,ক্রীড়া সহকারী কমান্ডার উচমান গনি,বাবুল আহমেদ,উপজেলা মুক্তিযোদ্ধা সদস্য রহমত আলী,সদস্য সরোয়ার সিদ্দিক,কুতুবপুর আ.লীগের সাধারণ সম্পাদক আবদুল লতিফ সরদার,কুতুবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম,সচিব হাফিজুর রহমান,মেম্বার মাহাবুবুর রহমান মোল্লা,চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা,হোয়াইট হাউজ’র সভাপতি আলী আহম্মেদ হাসানুজ্জামান মানিক,সাংবাদিক জিয়াউর রহমানসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজা শেষে মুক্তিযোদ্ধা মকসেদ আলীকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তার পিতা-মাতার পাশে কবরের পাশে তার দাফনকাজ সম্পন্ন করা হয়।