প্রবীণদের অধিকার আদায়ে দর্শনা পৌর কমিটি গঠন বৈঠক

মোশাররফ সভাপতি আকমত সাধারণ সম্পাদক
দর্শনা অফিস: ষাটোর্ধ্ব বয়সীদের রাষ্ট্রীয় অধিকার আদায়সহ পরিবারে মর্যাদা, স্বাস্থ্য, বস্ত্র ও বাসস্থানসহ প্রয়োজনীয় সকল সুবিধা আদায়ের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৯টি ওয়ার্ডের কমিটির সমন্বয়ে পৌর কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে হাজি আকমত আলীকে। গতকাল বৃহস্পতিবার বিকালে কেরুজ ট্রেনিং কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত কমিটি গঠন সভার সভাপতিত্ব করেন- দর্শনা সরকারি কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন। আলোচনা করেন- ওয়েভ ফাউন্ডেশনের উপনির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, সীমান্ত ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি শাহজাহান আলী, সাবেক পৌর কমিশনার আবু ওয়াছে, সাবেক শ্রমিক নেতা হাজি সহিদুর রহমান, বদর উদ্দিন, আজিজুল হক, শরীফ উদ্দিন, রাশেদুন নাহার, ফজলুল হক প্রমুখ। পরে সর্বসম্মতিক্রমে অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ মোশাররফ হোসেন সভাপতি ও হাজি আকমত আলীকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২৯ সদস্য বিশিষ্ট দর্শনা পৌর কমিটি ঘোষণা দেয়া হয়েছে। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি ফজলুল হক, সোহেলী বেগম শোভা, সহসাধারণ সম্পাদক হাসিনা বেগম টুশি, শহিদুল ইসলাম, হাজি আশরাফ আলী, দ্বীন মোহাম্মদ, কোষাধ্যক্ষ সরোয়ার হোসেন, নির্বাহী সদস্য খালেকুজ্জামান, হাজি সহিদুর রহমান, বদর উদ্দিন মাস্টার, এরশাদ আলী মাস্টার, জাহাঙ্গীর আলম, মীর জামিল হোসেন, আমির হোসেন, রহিদুর রহমান, হাবিবুল্লাহ বিশ্বাস, জাহিদুল ইসলাম, শফিকুল ইসলাম, আবু বক্কর, মোসলেম উদ্দীন, কাওছার আলী শাহ, সিরাজুল ইসলাম, হাজি শাহজালাল, আ. জব্বার, আ. সাত্তার, হায়দার আলী। এছাড়া ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে রয়েছেন- আনসার আলী, আবু ওয়াসে, হুমায়ন কবির, ফজলুল হক. রাশেদুন নাহার।