প্রবাসী আনিসের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মামলা

 

আলমডাঙ্গা ব্যুরো: ভালো বেতন ও ভাল চাকরির লোভ দেখিয়ে সিঙ্গাপুর নিয়ে অন্ধকার ঘরে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ উঠেছে সিঙ্গাপুর প্রবাসী জাহাপুরের আনিসের বিরুদ্ধে। জহুরুল নগরের সাইফুল কৌশলে দেশে এসে এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে আনিসের পিতা ঝড়ুকে পুলিশ আটক করেছে।

জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার জহুরুল নগরের লাল মিয়ার ছেলে সাইফুলকে গত বছরের মে মাসে ভালো বেতন ভালো চাকরির কথা বলে জাহাপুর গ্রামের ঝড়ুর ছেলে সিঙ্গাপুর প্রবাসী আনিস ৬ লাখ ২৫ হাজার টাকার বিনিময়ে সিঙ্গাপুর নিয়ে যায়। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার সময় আনিস ৮০ হাজার টাকা বেতনে সাইফুলকে ভালো চাকরি দেয়ার কথা বলে নিয়ে যায়। সিঙ্গাপুর নিয়ে যাওয়ার পর সাইফুলকে একটি গোপন আস্তানায় নিয়ে রাখে। প্রায়ই তাকে নির্যাতন করতো। মাঝে মাঝে সাইফুলকে কাজে পাঠাতো। সাইফুল মাস শেষে যখন আনিসের নিকট টাকা দাবি করতো তখন সাইফুলকে বিভিন্নভাবে নির্যাতন করতো। সাইফুল গত ১৮ দিন আগে সিঙ্গাপুর থেকে কৌশলে বাংলাদেশে চলে আসে। সাইফুল বাড়িতে আসার পর তার পিতা লাল মিয়া বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে আনিসের পিতা ঝড়ুকে আটক করেছেন ঘোলদাড়ী ক্যাম্প ইনচার্জ এএসআই নাসির। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।