প্রথম স্থায়ী পে-কমিশনের যাত্রা শুরু কাল

স্টাফ রিপোর্টার: সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, শিল্প ও অর্থলগ্নি প্রতিষ্ঠানের বেতন কাঠামো নির্ধারণ করতে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দেশের অষ্টম পে-কমিশনের কার্যক্রম। এটি হবে দেশে প্রথম স্থায়ী পে-কমিশনের কার্যক্রমের শুভারম্ভ। কমিশনের কাজ চালাতে ঢাকায় অফিস নেয়া হয়েছে। মঙ্গলবার সকালে অর্থ মন্ত্রণালয় থেকে কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনকে দাফতরিক কার্যক্রম বুঝিয়ে দেয়া হচ্ছে। ২৪ নভেম্বর অর্থ মন্ত্রণালয় থেকে পে-কমিশন গঠন করা হয়। কমিশনের মোট সদস্য হচ্ছে ১৫ জন। এর মধ্যে স্থায়ী সদস্য তিনজন। ১২ জন হচ্ছেন খণ্ডকালীন। কার্যক্রম শুরুর দিন থেকে আগামী ৬ মাসের মধে কমিশন সরকারের কাছে বেতন কাঠামোর সুপারিশ প্রতিবেদন উপস্থাপন করবে। পে-কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, তিনি নির্ধারিত সময়ে কমিশনের কার্যক্রম শুরু করতে পারবেন। ওই দিন অর্থ মন্ত্রণালয় থেকে সবকিছু বুঝিয়ে দেয়া হলে কার্যক্রম শুরুতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় এর অফিস নেয়া হয়েছে। মঙ্গলবার বিষয়টি আরও পরিষ্কার করতে পারবেন বলে চেয়ারম্যান জানান।