পুলিশের সাঁড়াশি অভিযানের প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

 

স্টাফ রিপোর্টার: সারাদেশে পুলিশের সাঁড়াশি অভিযানে গণগ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। জঙ্গি ও সন্ত্রাস দমনের নামে বিএনপিসহ বিরোধী দলীয় জোটের নেতাকর্মীদের গ্রেফতার করার প্রতিবাদে গতকাল সারাদেশে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির আওতায় গতকাল শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে পৃথকভাবে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির কেদারগঞ্জস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুলিশি বাধার মুখে পড়ে বিক্ষোভ সমাবেশে রূপ নেয়। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। সদর থানা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস। সমাবেশে প্রধান অতিথি বলেন, বিরোধীদল দমনের জন্য সন্ত্রাস দমনের নামে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে কারাগারে পাঠানো হচ্ছে। মামলা ও গ্রেফতারি পরোয়ানা ছাড়া পুলিশের এই গণগ্রেফতারের প্রতিবাদ করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন- পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, জেলা বিএনপির সদস্য সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাজি রবিউল ইসলাম বাবলু, শফিকুল ইসলাম মঙ্গল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম, জেলা মৎস্যজীবী দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক বকুল, বিএনপি নেতা একরামুল, ইসলাম উদ্দীন, হারুন অর রশীদ, জাহাঙ্গীর হোসেন, মাদার আলী, শেখ সেলিম, জেলা ছাত্রদলের আহ্বায়ক রাজিব খান, শাজাহান খান প্রমুখ।

অপরদিকে চুয়াডাঙ্গা জেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পুলিশি বাধার মুখে কার্যালয়ে ফিরে সমাবেশ করেন নেতাকর্মীরা।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুল হক মালিক মজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সরদার আলী হোসেন, এম জেনারেল ইসলাম, রেজাউল করিম মুকুট, অ্যাড. শামীম রেজা ডালিম ও আবু জাফর মন্টু। সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম লিটন, জেলা যুবদল সদস্য আশরাফ বিশ্বাস মিল্টু, মকলেছুজ্জামান, আরিফুজ্জামান পিন্টু, তৌফিকুজ্জামান তৌফিক, বকুল, হাসমত, জয়নাল, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ, সদর থানা বিএনপির সহসভাপতি মনিরুজ্জামান মনি, সহসাংগঠনিক সম্পাদক শফিকুল কবির জুয়েল, মোমিনপুর ইউনিয়নের সভাপতি শাহাদৎ মাস্টার, সহসাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফারুক হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি আইনুল হোসেন, কুতুবপুর ইউনয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দীন, তিতুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মিয়া, সহসভাপতি টোটন মিয়া প্রমুখ।