পুলিশের ওপর হামলা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ঝিনাইদহ অফিস: পুলিশের ওপর হামলা মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা আজগর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার জয়দিয়া গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কোটচাঁদপুর থানার ওসি শাহিদুল ইসলাম শাহিন জানান, চলতি বছরের ২৮ ফেব্র“য়ারি হরতাল চলাকালে একদল জামায়াত-শিবির ক্যাডাররা দায়িত্ব পালনরত পুলিশের ওপর হামলা চালায় ও অস্ত্র লুট করে। এতে ৬ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে কোটচাঁদপুরের জয়দিয়া গ্রাম থেকে জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান আজগর আলীকে গ্রেফতার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *