পুরো রমজান কলেজেও ছুটি

স্টাফ রিপোর্টার:প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের পর সরকারি-বেসরকারি কলেRও ২৯ জুন থেকে রোজার ছুটি ঘোষণা করা হয়েছে।বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে সরকারি-বেসরকারি কলেজ ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী ৬ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়।তবে পাবলিক পরীক্ষা ও ভর্তি পরীক্ষা ছুটির আওতামুক্ত থাকবে বলে আদেশেউল্লেখ করা হয়েছে।এর আগে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি ১২ দিন এবং মাধ্যমিক স্তরের স্কুল-মাদ্রাসারছুটি আট দিন এগিয়ে মঙ্গলবার রোজার ছুটি ঘোষণা করে সরকার।শিক্ষাপঞ্জী অনুযায়ী, আগামী ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধথাকার কথা ছিল। আর মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে রোজার ছুটি নির্ধারিত ছিল ৬জুলাই থেকে ২৯ জুলাই।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সংশ্লিষ্ট দুটি মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানেছুটির প্রস্তুতি নিলেও গত ১৬ জুন মন্ত্রিসভার বৈঠকে রমজানের প্রথম দিন থেকে স্কুল-কলেজেছুটি ঘোষণার পক্ষে মত দেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, রমজান, জুমাআতুলবিদা, শব-ইকদর ও ঈদুল ফিতর উপলক্ষে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়-মাদ্রাসা ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান ২৯ জুন থেকে ৬ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে।এর পরপরই বিকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক আদেশে ২৯ জুন থেকে ৬ অগাস্টপর্যন্ত সব প্রাথমিক বিদ্যালয়ে রোজার ছুটি ঘোষণা করে।রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে এ মাসের শেষ থেকে রোজা শুরু হওয়ার কথা রয়েছে।