পাকিস্তানে তাবলিগ জামায়াতের ওপর বোমা হামলা

মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানে এবার বোমা হামলা চালানো হলো তাবলিগ জামায়াতের মারকাজে। এতে অন্ততপক্ষে ১০ জন নিহত ও ৬০ জনেরও বেশি মানুষ আহত হয়। গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের ঠিক আগ মুহূর্তে এ বোমা হামলা চালানো হয়। দেশটির উত্তরপশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এ হামলা চালানো হয় বলে একটি সংবাদমাধ্যম জানিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, পেশোয়ারের পাজ্জাগি রোডে অবস্থিত তাবলিগ জামায়াতের প্রতিষ্ঠান তাবলিগি মারকাজে জুমার নামাজের আগের রাতে প্রায় হাজার খানেক ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হয়েছিলেন। খাইবার পাখতুনখোয়ার প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী শওকত ইউসুফজাই জানিয়েছেন, নিহতের সংখ্যা ১০। এছাড়া আহত অবস্থায় ৬৭ জন হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, বিস্ফোরণে ঘটনাস্থলেই ৮ জনের মৃত্যু হয়। বাকি দুজন হাসপাতালে নেয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে ৮ বছর বয়সী এক শিশুও রয়েছে বলে জানা গেছে। প্রায় পাঁচ কেজি বিস্ফোরক একটি ঘিয়ের কৌটায় রাখা ছিলো। এরপর দূরনিয়ন্ত্রণের মাধ্যমে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয় বলে পুলিশের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন। দেশটিতে তালেবান ও আল-কায়েদার সাথে সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠীগুলো প্রায়ই এ ধরনের ভয়াবহ হামলা চালিয়ে থাকে। তবে পাকিস্তানের তালেবান গোষ্ঠীর নতুন নেতা মোল্লা ফজলুল্লাহ ২০১৩ সালের শেষ দিকে তাদের তরফ থেকে এ ধরনের হামলা আর চালানো হবে না বলে ঘোষণা দিয়েছিলেন। তিনি সরকার ও নিরাপত্তা কর্মকর্তাদের বিরুদ্ধেই শুধু হামলার অঙ্গীকার করেছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *