পশ্চিমবঙ্গের সীমান্তে বিএসএফ’র অতিরিক্ত বাহিনী নিয়োগ

মাথাভাঙ্গা মনিটর: বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও বাড়ানোর লক্ষ্যে বিএসএফ তিন ব্যাটালিয়ন অতিরিক্ত জওয়ান মোতায়েন করেছে। বিএসএফ’র পূর্বাঞ্চলের অতিরিক্ত ডিজি বিডি শর্মা বলেছেন, বাংলাদেশের নির্বাচনের পরিপ্রেক্ষিতে সীমান্তে সতর্কতা বাড়ানো স্বাভাবিক ঘটনা। তবে তিনি বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক হিংসা বেড়ে যাওয়ায় ব্যাপক হারে বাংলাদেশিদের চলে আসার কথা অস্বীকার করেছেন। তিনি বরং জানিয়েছেন, ভিসা নীতি সহজ হওয়ায় প্রচুর বাংলাদেশি বৈধভাবে ভারতে আসছেন। তবে প্রতিদিনই যে সীমান্ত চেকপোস্টগুলি দিয়ে বাংলাদেশিদের আসার সংখ্যা বেড়ে গিয়েছে গত একমাস ধরে সেকথা জানিয়েছেন স্থানীয় মানুষেরা। এদিকে ভারতে অনুপ্রবেশের দায়ে ২০১৩ সালে ৪ হাজার ৮৭৯ জন বাংলাদেশিকে বিএসএফ আটক করেছে। গত তিন বছরের তুলনায় এ সংখ্যাটা যথেষ্ট বেশি বলে জানা গেছে। ২০১০ সালে ধরা পড়েছিলেন ২৮৮৬ জন, ২০১১ সালে ২৬৮৩ জন এবং ২০১২ সালে সীমান্তে ধরা পড়েছিলেন ৩৪৭০ জন। তবে বিএসএফ’র অতিরিক্ত ডিজি দাবি করেছেন, সীমান্তে মৃত্যুর ঘটনা অনেকটাই কমিয়ে আনা সম্ভব হয়েছে। এ বছরে এখন পর্যন্ত মাত্র ১৫ জনের মৃত্যু হয়েছে। গত বছরে এ সংখ্যাটা ছিলো ২৬।