পরকীয়ায় বিচ্ছেদে ভরণপোষণ পাবেন না স্ত্রী

মাথাভাঙ্গা মনিটর: বিবাহবহির্ভূত সম্পর্কের কারণে বিচ্ছেদের ক্ষেত্রে স্বামীর কাছ থেকে ভরণপোষণ পাবেন না স্ত্রী। ভারতের মুম্বাইয়ের একটি আদালত গত শুক্রবার এমন রায় দিয়েছেন। স্বামীর কাছে ভরণপোষণ চেয়ে দক্ষিণ মুম্বাইয়ের ৩৮ বছর বয়সী এক নারীর করা একটি আবেদন খারিজ করেছেন আদালত। অপরদিকে ওই নারীর সাবেক স্বামীর আবেদন আদালত গ্রহণ করেছেন।
আদালত আদেশে বলেছেন, অন্য পুরুষের সাথে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ালে স্বামীর কাছে কোনো স্ত্রী ভরণপোষণ দাবি করতে পারবেন না। নিজের অপকর্মের জন্য ওই স্ত্রী কোনো সুযোগ-সুবিধা পেতে পারেন না। ৪০ বছর বয়সী সাবেক স্বামীর আবেদন গ্রহণ করেছেন আদালত। স্ত্রীর বিরুদ্ধে নিষ্ঠুরতা ও অবৈধ সম্পর্কের অভিযোগে বিচ্ছেদ চেয়ে আবেদন করেছিলেন তিনি।