নোবেল জয়ী আইরিশ কবির মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: আয়ারল্যান্ডের নোবেলজয়ী প্রখ্যাত কবি সেমাস হিনি আর নেই। গতকাল শুক্রবার সকালে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। তার পরিবার ও বইয়ের প্রকাশক প্রতিষ্ঠান ফ্যাবার অ্যান্ড ফ্যাবারের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে। বিংশ শতকের শ্রেষ্ঠ আইরিশ কবি ও নাট্যকার উইলিয়াম বাটলার ইয়েটসের পর হিনিকেই দেশটির শ্রেষ্ঠ কবি বলে মনে করা হয়। ১৯৩৯ সালের ১৩ এপ্রিল উত্তর আয়ারল্যান্ডের টুমেব্রিজে জন্মগ্রহণ করেন হিনি। অর্ধ শতাব্দিব্যাপি সাহিত্যিক জীবনের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ স্থানীয় ও আন্তর্জাতিকভাবে অসংখ্য সম্মাননা ও পুরস্কার জিতেছেন তিনি। এর মধ্যে ১৯৯৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার, টিএস ইলিয়ট প্রাইজ ও রাজকীয় প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি অব লিটারেচার এর পক্ষ থেকে সম্মানজনক ফেলোশিপ অর্জন উল্লেখযোগ্য।তিনি ১৩টি কবিতার বই ও দুটি নাটক রচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ডেথ অব এ ন্যাচারালিস্ট (১৯৬৬), স্টেশন ‍আইল্যান্ড (১৯৮৪), সিং থিংস (১৯৯১), ডিস্ট্রিক্ট অ্যান্ড সার্কেল (২০০৬) এবং হিউম্যান চেইন (২০১০)।গত প্রায় এক দশক ধরে অসুস্থতায় ভুগলেও ২০০৬ সালে স্ট্রোক করার পর থেকে কাজের পরিধি কমিয়ে দেন তিনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *