নেহালপুর ফুটবল খেলার মাঠে রাস্তার খোয়া :ঠিকাদার উদাসীন

 

 

স্টাফরিপোর্টার: চুয়াডাঙ্গা সদরের নেহালপুর স্কুলমাঠ ফুটবর খেলার একমাত্র মাঠ। জনৈক ঠিকাদার ডিঙ্গেদহ-হিজলগাড়ি সড়কে কার্পেটিঙের কাজে খোয়া ফেলার জন্য ব্যবহার করেন ওই মাঠ। দেড়মাস আগে রাস্তার কাজ শেষ হলেও মাঠে পড়ে থাকা খোয়া সরিয়ে নেননি ঠিকাদার। ফলে কোমলমতি শিশুরা খেলতে পারছে না খেলা।

এলাকাবাসী জানায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠটি অত্র এলাকার সবধরনের বিশেষ করে ফুটবল খেলার জন্য খুবই জনপ্রিয়। তাই প্রতিবছর নেহালপুর মিতালী যুবসংঘ আয়োজনও করে ফুটবল টুর্নামেন্ট। গত দেড়মাস আগে ডিঙ্গেদহ-হিজলগাড়ি সড়কের কার্পেটিঙের কাজ করে জনৈক ঠিকাদার। সে সময় রাস্তার কাজে ব্যবহৃত খোয়া রাখা হয় এ মাঠে। রাস্তার কাজ করে ঠিকাদার চলে গেলেও বেশকিছু খোয়া রেখে যান মাঠে। বিষয়টি জনৈক ঠিকাদারকে নেহালপুর গ্রামবাসী বিভিন্নভাবে জানালেও খোয়া সরাতে কালক্ষেপণ করতে থাকে ঠিকাদার। ফলে গ্রামের কোমলমতি শিশুরা মনখুলে তাদের খেলা করতে পারছে না। পাশাপাশি খোয়ার কারণে প্রতিবছরের ন্যায় এবছর ফুটবল টুর্নামেন্টের আয়োজনও করতে পারছেনা নেহালপুর গ্রামের ফুটবল আয়োজক কমিটি। এটি ঠিকাদের উদাসীনতা ছাড়া আর কিছুই না বলে মনে করছে এলাকাবাসী।

জনৈক ঠিকাদারের নিকট কোমলমতি শিশুদের খেলার মাঠটি থেকে খোয়া সরিয়ে নেয়ার অনুরোধ জানিয়েছে এলাকবাসী।