নিখোঁজের পক্ষকালপর পারকৃষ্ণপুরে নগরবোয়ালিয়ার রনজিত

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: নিখোঁজের পক্ষকালপর প্রকাশ্যে এসে মইনুদ্দিন ওরঠে রনজিত বললেন, আমাকে অপহরণ করা হয়েছি। তিনি তার বাড়ি আলমডাঙ্গার নগরবোয়ালিয়ার মাঠ থেকে অপহৃত হন বলে দাবি করলেও পুলিশ বলেছেন, অপহরণের নাটক সাজিয়ে গ্রামেরই প্রতিপক্ষকে মামলায় ফাঁসানোর চক্রান্ত করেছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নগরবোয়ালিয়া গ্রামের মৃত হায়দার বিশ্বাসের ছেলে মইনুদ্দিন ওরফে রনজিত (৫০) গত ৩ সেপ্টেম্বর নিখোঁজ হন। পরিবারের সদস্যরা জানান, তিনি পানবরজ থেকে অপহৃত হয়েছেন। এর পক্ষকাল পর গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে মুন্সিগঞ্জ পশুহাটের অদূরবর্তী পারকৃষ্ণপুরে তাকে পাওয়া যায়। ওই গ্রামের আলীহীম তার আত্মীয়। ওই আত্মীয় তাকে বাড়িতে নেন। পরে খবর দেয়া হয় পুলিশে। আলমডাঙ্গা থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার ছেলে ডালিমের জিম্মায় দেয়া হলেও থানার ওসি আকরাম হোসেন বলেন, অপহরণের মনগড়া গল্প বললেও তা বিশ্বাস করার কারণ নেই। জমিজমা নিয়ে তিনি চাচাতো ভাইদের সাথে বিরোধে জড়িয়ে পড়েছেন। ধারণা করা হচ্ছে ওদের মামলায় ফাঁসানোর জন্য এ ধরনের নাটক সাজিয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে রকম ইঙ্গিতও মিলেছে।