নিউ ইয়র্কে ভারতীয় কূটনীতিক গ্রেফতার : জামিন

মাথাভাঙ্গা মনিটর: ভিসা জালিয়াতি ও গৃহপরিচারিকাকে চুক্তি অনুযায়ী পারিশ্রমিক না দিয়ে বেশি কাজ করানোর অভিযোগে নিউ ইয়র্কে ভারতীয় কনস্যুলেটের এক  কূটনীতিককে গ্রেফতারের পর আড়াই লাখ ডলারে জামিন দেয়া হয়েছে। গৃহকর্মীর ভিসা আবেদনে মজুরি নিয়ে মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে বৃহস্পতিবার ভারতীয় কনস্যুলেটের ডেপুটি কনসাল জেনারেল দেবযানী খোবরাগাড়েকে আটকের পর প্রকাশ্যে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। নিউ ইয়র্কের পুলিশ। মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় রাস্তা থেকে তাকে আটক করা হয়। অভিযোগ প্রমাণিত হলে যুক্তরাষ্ট্রের আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে এ ভারতীয় কূটনীতিকের। ম্যানহাটানের ভারতীয় বংশোদ্ভূত প্রসিকিউটর প্রীত ভারারার অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে নিউ ইয়র্কের পুলিশ। প্রীত ভারারা বলেন, দেবযানীর নিউ ইয়র্কের বাড়িতে গত বছরের নভেম্বর থেকে এ বছরের জুন পর্যন্ত সঙ্গীতা রিচার্ড নামের এক পরিচারিকার কাজ করেন। ওই গৃহকর্মীর অভিযোগ, ভিসার কাগজপত্রে উল্লিখিত চুক্তি অনুযায়ী তাকে মাসে সাড়ে ৪ হাজার ডলার পারিশ্রমিক দেয়ার কথা থাকলেও দেবযানী তাকে দিতেন ৫৩৭ ডলার করে। কিন্তু তাকে সপ্তায় ৪০ ঘণ্টারও বেশি সময় কাজ করানো হতো। এসব অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় দেবযানীকে। তবে প্রকাশ্যে নিউ ইয়র্কের রাস্তায় একজন কূটনীতিককে এভাবে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়াকে ‘দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছেন তার আইনজীবীরা। দু মেয়ের মা ৩৯ বছর বয়সী দেবযানী কনস্যুলেটের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য ও নারী বিষয়ক ডেস্কের দায়িত্বে রয়েছেন।