নাগদাহ ও আইলহাস ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ বিএনপিসহ ১২ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার আইলহাস ও নাগদাহ ইউনিয়ন পরিষদের নির্বাচনে গত বৃহস্পতিবার মানোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্রসহ মোট ১২জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ২৩জন ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৫৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৯ মার্চ এ দুটি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার আইলহাস ও নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার ১ মার্চ গত বৃহস্পতিবার ছিলো শেষ দিন। গতকাল শুক্রবার শেষ দিন অবধি মোট ১২জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইলহাস ইউনিয়ন পরিষদের ৮জন। ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১০জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৭জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এছাড়া নাগদাহ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪জন, ৩টি সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ১৩জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ২৮জন মনোনয়নপত্র দাখিল করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে নাগদাহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, আইলহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্নু প্রমুখ। এছাড়াও এ ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান কমল মনোনয়নপত্র জমা দেন। একই সময় আইলহাস ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল ওহাব মাস্টার মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসরাফ হোসেন, মাগরিবুর রহমান প্রমুখ। বিকেলে আইলহাস ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আব্দুল মালেক মনোনয়নপত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, আইলহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল বিশ^াস, সম্পাদক জাহিদুল ইসলাম বাদল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আতাউর রহমান, আলতাফ বিডিআর, ওহাব মালিতা, হবিবার, হাজি ফকির আহম্মেদ, যুবলীগ সভাপতি আব্দুল কুদ্দুস, সাবেক চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি আশিকুজ্জামান স্বপন প্রমুখ। এছাড়াও ইতঃপূর্বে নাগদাহ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান দারুস সালাম, আব্দুর রশীদ, আবুল হোসেন, খন্দকার বজলুল করিম, আয়ুব আলী, আলী, জাকের পার্টির রুহুল আমিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আইলহাস ইউনিয়নে আব্দুল ওহাব মাস্টার ও অ্যাড. আব্দুল মালেক ছাড়া আরও যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- বর্তমান চেয়ারম্যান মিনহাজ উদ্দিন ও রফিকুল ইসলাম।
ছবিঃ মনোনয়নপত্র জমা দিচ্ছে চার প্রার্থী।