ধর্মঘটের আল্টিমেটাম

 

স্টাফ রিপোর্টার: আগামী সোমবারের মধ্যে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারসহ চারদফা দাবি পূরণ না করা হলে বুধবার থেকে ক্যাম্পাসে লাগাতার ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে ইবি ছাত্রদল। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে এক লিখিত বক্তব্যে ছাত্র ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছে ইবি শাখা ছাত্রদলের সভাপতি ওমর ফারুক।

তিনি জানান, চার দফা দাবির মধ্যে রয়েছে গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার, ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের স্ব-স্ব অবস্থান নিশ্চিত করা, সকল ছাত্র-ছাত্রীর নিরপত্তা ব্যবস্থা নিশ্চিত করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা ও শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা।
এদিকে ইবি ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদকে আটকের পর আদালতের নির্দেশে পুলিশ তাকে জেলহাজতে পাঠিয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়। উল্লেখ্য, ৮ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ইবি থানায় একটি মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই মামলায় বুধবার বিকেলে কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের ফয়সাল টাউয়ার থেকে রাশেদকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *