দৌলতপুর ২২ ঘণ্টা বিদ্যুতবিহীন : মুসল্লিদের ক্ষোভ

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে বুধবার বেলা ৩টা পর্যন্ত বিদ্যুত ছিলো না। দীর্ঘ ২২ ঘন্টা বিদ্যুত না থাকায় পবিত্র শবেবরাতের রাতে ইবাদত পালনে বিঘ্ন ঘটায় মুসল্লিগণ ক্ষোভ জানিয়েছেন।

জানা যায়, গত মঙ্গলবার বিকাল ৫টার দিকে বৃষ্টি শুরু হলে বিদ্যুত চলে যায়। এরপর আধা ঘন্টা পর বৃষ্টি থেমে গেলেও বিদ্যুত আর আসেনি। এ দিন পবিত্র শবেবরাত উপলক্ষে মুসল্লিগণ রাতে ইবাদত করার জন্য মসজিদে মসজিদে জমায়েত হন। কিন্তু বিদ্যুত না থাকায় মুসল্লিদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়। মুসল্লিগণ ক্ষোভ প্রকাশ করে জানান, পল্লি বিদ্যুতের অসাধু কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার কারণে দৌলতপুরে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে আসছে। পল্লি বিদ্যুত দৌলতপুর জোনাল অফিসের ডিজিএম মিলন কুমার কুণ্ডু জানান, ভেড়ামারা বিদ্যুত কেন্দ্র থেকে দৌলতপুর সঞ্চালন লাইনে সমস্যার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।