দেশে উন্নয়ন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে

জীবননগর চ্যাঙখালিতে ভাতাভোগীদের সাথে মতবিনিময়সভায় এমপি টগর

জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, বঙ্গন্ধুই প্রথম মুক্তিযোদ্ধাদের ভাতার ব্যবস্থা চালু করেছিলেন। আওয়ামী লীগ সরকার যখনই আসে তখনই অসহায়দের জন্য কাজ করে। বর্তমান সরকারের আমলে শিক্ষা, চিকিৎসা, বিদ্যুতসহ সমগ্রীক উন্নয়ন দুরন্ত গতিতে এগিয়ে চলেছে। বেড়েছে বিভিন্ন ভাতাভোগীদের সংখ্যা, প্রতিটা এলাকার রাস্তা, কালভাট, সেতু নির্মাণেও ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। সর্বত্র অনলাইন সুবিধায় বিভিন্ন কাজ বাড়িতে বা এলাকায় বসে সহজে সম্পন্ন করা যাচ্ছে। যেমন বিদ্যুতবিল পরিশোধ, অনলাইনে জমির পর্চা, ট্রেন ও বাসের টিকিট ক্রয়, বিভিন্ন দফতরের সেবা সমূহ, সরকারের চলমান কর্মকা-, পাসপোর্ট ফরম পূরণ, ভিডিও কল, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম পূরণসহ বিভিন্ন কাজ অনলাইনে সম্পন্ন করা যাচ্ছে। আর সেবাগুলো আরও সহজ করতে সরকার প্রতিটি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার স্থাপন করেছেন। শুধু তাই নয়, বর্তমান সরকার দুযোর্গ প্রতিরোধ, দারিদ্রতা দূরীকরণ, মাথাপিছু আয় বৃদ্ধি, অর্থনৈতিক ও সামাজিক সমৃদ্ধি আনতে ব্যাপক কর্মকা- পরিচালনা করছেন। তিনি গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের চ্যাঙখালির স্থলবন্দরে ইয়ার্ডে সরকার প্রদত্ত সকল ভাতাভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম রেজার সভাপতিত্বে এবং আব্দুস সালাম ঈশার উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু. মো আব্দুল লতিফ অমল, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোর্তূজা, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দীন মঈন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক মোল্লা, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খাঁন, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস শুকুর প্রমুখ। সভায় দেড় শতাধিক ভাতাভোগীরা অংশ নেন।