দীর্ঘ কারাভোগের পর দর্শনা সীমান্ত দিয়ে দেশে ফিরলো ভারতীয় নাগরিক

দর্শনা অফিস: দীর্ঘ ১ বছর ৮ মাস ১৬ দিন কারাভোগের পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা জয়নগর চেকপোস্ট সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিক রমানন্দ ঝা (৫২) নিজ দেশে ফিরলেন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়নগর চেকপোস্ট সীমান্তের ৭৬ নং মেন পিলারের কাছে দু দেশের সীমান্তরক্ষীদের বিজিবি-বিএসএফ’র পতাকা বৈঠকের মাধ্যমে রমানন্দ ঝাকে ফেরত দেয়া হয়। রমানন্দ ঝা ভারতের বধূমনী জেলার বেনীপত্তি থানার শেরশাদ গ্রামের মৃত সুরেশ ঝার ছেলে।
দর্শনা বিজিবি ক্যা¤েপর কো¤পানি কমান্ডার সুবেদর জাহাঙ্গীর আলম জানান, রমানন্দ ঝাকে গত ২০১৫ সালের ২৭ নভেম্বর সকালে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে। ওই দিন বিকেলে তাকে আলমডাঙ্গা শহর থেকে আলমডাঙ্গা থানা পুলিশ আটক করে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করে। এরপর আদালত তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। দীর্ঘ ১ বছর ৮ মাস ১৬ দিন কারাভোগের পর গতকাল বৃহস্পতিবার দুপুরে দু দেশের সীমান্তরক্ষীদের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের কাছে ফেরত দেয়া হয়। এ সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলের দর্শনা বিজিবি ক্যা¤েপর কো¤পানি কমান্ডার সুবেদার জাহাঙ্গীর আলম, দর্শনা চেকপোস্ট ইমিগ্রেশনের এসআই আমিনুল হক, এসআই জাহাঙ্গীর আলমসহ ১২ জন। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন গেদে বিএসএফ ক্যা¤পর কো¤পানি কমান্ডার এসি অশক কুমার ম-ল, ইমিগ্রেশন কর্মকর্তা তরুন সরকার ও কেস্টগঞ্জ থানার এসআই সুরেশ চক্রবর্তীসহ ১৩ জন।