দিনাজপুর জেনারেল হাসপাতালে আগুন আতঙ্কে রোগীরা বিছানা ছেড়ে রাস্তায়

 

মাহিদুল ইসলাম রিপন: হাসপাতালে আগুনের আতঙ্কে হাসপাতাল ছেড়ে রাস্তায় নেমে আসে সকল রোগী। এতে সমস্ত হাসপাতাল রোগী শূণ্য হয়ে যায়। ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেনারেল হাসপাতালে।

প্রত্যক্ষদর্শী জানায়, গতকাল বুধবার ২২ জানুয়ারি রাত্রী সাড়ে ৮টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট দিনাজপুর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় শিশু বিভাগে ১১ নম্বার বেডের রোগীর অভিভাবক বৈদ্যুতিক জগে পানি গরম করছিলো। সে সময় শটসার্কিটের মাধ্যমে ওই জগে আগুন লেগে যায়। তাৎক্ষণিক শিশু ওয়ার্ডে অবস্থানরত সকল সকল রোগী ও অভিভাবকরা আতঙ্কে চিৎকার করে ও নিচে নেমে যায়। পরে শিশু ওয়ার্ডের লোকজনদের চিৎকারে হাসপাতালে থাকা অন্যান্য ওয়ার্ডের রোগীরাও আতঙ্কে নিচে রাস্তায় নেমে যায়। ঘটনাস্থলে হাসপাতাল কর্তৃপক্ষ গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলে সকল রোগীরা আবারো নিজ নিজ বিছানায় ফিরে যায়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *