দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন অস্ত্রসহ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: দিনাজপুরে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান, ১৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে দিনাজপুর সদর উপজেলার ৬নং আউলিয়াপুর ইউনিয়নের মাহুতপাড়া তুতবাগান এলাকায় নদীর পাশে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে শহরের বালুবাড়ী ঢিপিপাড়া এলাকার নুর ইসলামের ছেলে ছোটা ভিম (২৬), কসবা বড়পুল এলাকার ফারুকের ভাড়াটিয়া সৈয়দ আহমেদ তাজুল ইসলাম রনি (২৫), একই এলাকার এরফান রেজার ছেলে রেজা হায়াত ওরফে চাপাতি হায়াত (২৩), ঈদগাহ আবাসিক এলাকার মোহাম্মদ আলীর ছেলে সাদ্দাম হোসেন বাবু (২৩), শহরের হাউজিং মোড় ৮নং উপশহর ও বাহাদুর বাজার নিবাসী শহিদুল ইসলামের ছেলে দীপুকে (২৪) আটক করে দিনাজপুর কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে দেশীয় অস্ত্র নিজ হেফাজতে রাখার অপরাধে ও ডাকাতির প্রস্তুতিকালে অপরাধে পৃথক ভাবে দুটি মামলা দায়ের করে কোতয়ালী থানা পুলিশ। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে আটককৃতদের পরিবার অভিযোগ করে বলেন, কোতয়ালী থানার অসি আব্দুল কাদের জিলানী টাকা দিলে ছেড়ে দিবে। এমন অফার দিলে তারা গ্রহন করেনি বলে আটককৃতদের ডাকাতিসহ দুটি পৃথক মামলা দিয়েছে। বিষয়টি সুষ্ঠ তদন্ত করার জন্য পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ করে আটকৃতদের পরিবার।