দালাই লামার সাথে সাক্ষাৎ করবেন ওবামা : চীন নাখোশ

মাথাভাঙ্গা মনিটর: চীনশাসিত তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামার সাথে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। দালাই লামার সাথে বৈঠক বাতিল করতে যুক্তরাষ্ট্রকে তাগিদ দিয়েছে চীন। দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, ওবামা-দালাই বৈঠক চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্কে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। এর আগে ২০১১ সালে একসাথে বসেছিলেন ওবামা ও দালাই লামা। ওই সময়ও চীন ক্ষোভ প্রকাশ করেছিলো। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, হোয়াইট হাউসের ম্যাপরুমে একান্ত বৈঠকে বসবেন ওবামা ও দালাই লামা। ওবামা বিদেশি অতিথিদের নিয়ে সাধারণত নিজ কার্যালয় ওভাল অফিসে বসেন। তবে দালাই লামার সাথে বৈঠকটিকে কম গুরুত্বপূর্ণ দেখাতে তিনি ম্যাপরুমে বসার সিদ্ধান্ত নিয়েছেন।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের নারী মুখপাত্র কেইটলিন হেইডেন বলেন, আমরা তিব্বতিদের স্বাধীনতাকে সমর্থন করি না। তবে তিব্বতে মানবাধিকার প্রতিষ্ঠা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি প্রবল সমর্থন আছে আমাদের। দালাই লামা তিব্বতের বৃহত্তর স্বায়ত্তশাসনের পক্ষে। তবে চীনা কর্তৃপক্ষ তাকে বিচ্ছিন্নতাবাদী মনে করে।