দামুড়হুদা কর্পাসডাঙ্গা ও মুজিবনগরে মৎস্য সপ্তাহ পালিত

 

 

স্টাফ রিপোর্টার: ‘অন্ন বস্ত্র বাসস্থান মাছ চাষে সমাধান’এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার জেলা পর্যায়ে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৪ উপলক্ষে ২য় দিনে গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার রাইসা বিল মৎস্য অবতরণ কেন্দ্রে বর্তমান সরকারের সময়ে মৎস্য সেক্টরের অগ্রগতিবিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোহা. বজলুর রশীদ।বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মুনিরুজ্জামান, দামুড়হুদা উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আয়ুব আলী, এবং কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান মো. সরফরাজ উদ্দিন। সভাপতিত্ব করেন ইফাদ সাহায্যপুষ্ট রাইসা বিল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোহাম্মদ আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা মৎস্য অফিস ক্ষেত্র সহকারী আব্দুর রাজ্জাক।

কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয়মৎস্য সপ্তাহ দিবস পালিত হয়েছে। কার্পাসডাঙ্গা বাজার কমিটির উদ্যোগে ও দামুড়হুদা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থপনায় গতকাল বেলা ১১টার দিকে বাজার কমিটির কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বাজার কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মারুফ শাহ’র সভাপতিত্বে প্রধান অতিধি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান। উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, আব্দুর রাজ্জাক,বাজর কমিটির সাধারণ সম্পাদক টোটন,সাইদ, সঞ্জয়,আরিফ,ইয়াকুব,সুফল হালদার প্রমুখ।

মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন,জাতীয় মৎস্য সপ্তাহ পালন উপলক্ষে দ্বিতীয় দিনে মুজিবনগর মৎস্য অফিসের উদ্যোগে ফরমালিনবিরোধী ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের জন্য অভিযান চালানো হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা মৎস্য অফিসার মীর মো. জাকির হোসেনের নেতৃত্বে দারিয়াপুর মাছের বাজারে ফরমালিনবিরোধী অভিযান চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্ষেত্রসহকারী আহসান হাবিবসহ মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ।