দামুড়হুদায় ৫ দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় ২য় শস্য বহুমুখীকরণ প্রকল্পের আওতায় ৫ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিরতণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান ও দামুড়হুদা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম। উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ, হাসমত আলী, জালাল উদ্দিন, শফিউল আজম, বজলুর রহমান হেলাল উদ্দিন, সোহরাব হোসেন, মা এগ্রোর পরিচালক মাহফুজুর রহমান মাফুজ, কৃষক শুকুর আলী প্রমুখ। প্রধান অতিথি কৃষিখাতে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ তুলে ধরে বলেন, আমরা যদি মাটিকে সুরক্ষা দিতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে মাটিতে ফসল ফলানো অসম্ভব হয়ে দাঁড়াবে। তিনি জমিতে বেশি বেশি জৈবসার ব্যবহারের পরামর্শ দিয়ে আরো বলেন, কৃষি বিভাগ থেকে যে সমস্ত আধুনিক প্রযুক্তি দেয়া হচ্ছে সেগুলো কাজে লাগিয়ে উৎপাদন বাড়াতে পারলে একদিকে যেমন নিজে লাভবান হওয়া যাবে অন্যদিকে দেশও এগিয়ে যাবে। আলোচনা শেষে মাটির সুরক্ষায় জৈবসার ব্যবহার বৃদ্ধির ওপর বিশেষ ভূমিকা রাখায় চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ের মা এগ্রোর পরিচালক মাহফুজের হাতে প্রথম পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। এ ছাড়া মেলায় অংশগ্রহণ করে পুরস্কার পেয়েছেন পার দামুড়হুদার আব্দুস সাত্তার, হাউলীর শুকুর আলী প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কায়জার আলী পল্টু।