দামুড়হুদায় ৩ দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলার উদ্বোধন

দামড়হুদা অফিস: চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক হরিবুলা সরকার বলেন, ব্যাপক ফলন পেতে হলে আধুনিক প্রযুক্তির বিকল্প নেয়। দিন দিন দেশে ব্যাপক খাদ্যশস্য উৎপাদন হয়েছে এই আধুনিক প্রযুক্তির ব্যবহারে। কৃষকরা প্রযুক্তি ব্যবহার করে খাদ্যশস্য ও বিষমুক্ত শাকসবজি উৎপাদন করে স্বাবলম্বী হচ্ছে। প্রযুক্তি ব্যবহারে খরচ যেমন কম হয় তেমনি উৎপাদন বেশি হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় দামুড়হুদা উপজেলা পরিষদ চত্বরে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপি কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সভাপত্বিতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃপাংশু শেখর বিশ্বাস, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি দীন মোহাম্মদ, মুন এগ্রোর পরিচালক আক্তার হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন প্রমুখ। মেলায় কৃষি ও প্রযুক্তিতে ধানচাষ, সারিবদ্ধভাবে ধান লাগানো, পার্সিং পদ্ধতি, গুঁটি ইউরিয়া সারের ব্যবহারের পদ্ধতি, ধানচাষের সাথে মাছ চাষসহ বিভিন্ন শাকসবজি, ফলমূল, জৈবসারের বিভিন্ন স্টল দেয়া হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম উদ্দীন।