দামুড়হুদায় রমজানের শুরুতেই নিত্যপণ্য জিনিসের মূল্য বৃদ্ধি : মাছের বাজারে আগুন

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রমজানের শুরুতেই নিত্যপণ্য জিনিসের দ্বিগুন মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে বাজার করতে গিয়ে চরম দূর্ভোগে পড়েছেন এলাকার খেটে খাওয়া সাধারণ জনগণ। গতকাল রোববার বিকেলে দামুড়হুদার বাসস্ট্যান্ড সংলগ্ন সাপ্তাহিক হাটে গিয়ে এতথ্য পাওয়া গেছে। গতকাল রোববার বিকেলে সাপ্তাহিক হাট থেকে নিত্য প্রয়োজনীয় মালামাল কিনতে আসা এলাকার বেশ কয়েকজন সাধারণ ক্রেতা জানালেন, আজ সোমবার থেকে রোজা শুরু তাই কিছু প্রয়োজনীয় কেনাকাটা করতে হাটে এসে দেখি প্রতিটি জিনিসের দামই দ্বিগুন। যে করলা গত হাটে কিনেছি ২০ থেকে ২৫ টাকা কেজি সেই করলা ৬০ টাকা কেজি। গত হাটে খিরা কিনেছি ৫ টাকা কেজি বিক্রি হচ্ছে ২০ টাকা করে। কাঁচাঝাল ছিলো ৪০ টাকা, বিক্রি হচ্ছে ৮০ টাকা। বেগুন ৪০ টাকা, পটল ৩০ টাকা, কাঁচকলা ৩০ টাকা। কুমড়ো বিক্রি হচ্ছে ১০ টাকা কেজি যা বাপের জনমে দেখিনি। মাছের কী অবস্থা জানতে চাইলে দামুড়হুদার হারুন বলেন, মাছের বাজারে আগুন লেগেছে। যে সিলভার কাপ ৮০ টাকায় বিক্রি হয়না সেটাও সুযোগ বুঝে বিক্রি হচ্ছে ১২০ টাকায়। এ বিষয়ে হাটে কাঁচামাল বিক্রি করতে আসা জয়রামপুর স্টেশনপাড়ার সাহাবুদ্দিন বলেন, প্রতি বছরই রোজার শুরুতেই বাজার এরকম একটু উল্টোপাল্টা হয়। ক্রেতাদের মাল কেনা দেখে আমরাও হাসি বলে তিনি আবারও হেসে ফেললেন। তিনি আরো বলেন, রোজার মাস আসলেই যেনো মানুষের খাই খাই লেগে যায়। হাদিস কোরআনে এ মাসে একটু কম খাওয়া এবং কম খরচের কথা বলা হলেও আমরা একটু বেশিই খাই বলে আমার মনে হয়।